রাজনীতি হোম

অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবকলীগ’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাটে অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মাঠে ছিল। দেশে করোনা মহামারি শুরুর পর থেকে করোনা সংক্রমণ রোধেও জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। যদিও সদ্য প্রয়াত সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহের শোক কাটিয়ে উঠতে পারেনি সংগঠনের নেতাকর্মীরা।বুধবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে সেচ্ছাসেবকলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাড়ম্বর আয়োজন করে কেক কেটে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ। গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ’র সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম’র সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম  আবুল’র পরিচালনায় এ-সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, লেঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুল মান্নান (মান্না), পূর্ব জাফলং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’ সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন আহমদ, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র সিনিয়র সহসভাপতি রিয়াজুর হক খোকন, লেঙ্গড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র আহবায়ক মাসুক আহমদ, ডৌবাড়ী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র আহবায়ক ইয়াকুব আলী মেম্বার,  তোয়াক্কুল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ’র সভাপতি আব্বাস উদ্দিন, উপজেলা যুবলীগের অন্যতম নেতা জাকারিয়া রাব্বানী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *