প্রচ্ছদ সিলেট

অপরাধ মুক্ত বিয়ানীবাজার গড়তে পুলিশ নিরলসভাবে কাজ করছে…ওসি হিল্লোল রায়

বিয়ানীবাজার প্রতিনিধি:: সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ রোধ, কোভিড-১৯ ও সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ঘটিকায় বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের ৭নং বিট পুলিশিং কাযর্ক্রম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও সাফল্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। জঙ্গি দমনে বাংলাদেশ এখন রোল মডেলে। চৌকস ও পেশাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতার ফলেই জঙ্গি দমনে এ সাফল্য অর্জিত হয়েছে। ঐতিহাসিকভাবে পুলিশের সঙ্গে জনগণের একটা দূরত্ব তৈরি হয়েছে।

জনগণের মধ্যে পুলিশী ভীতি রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে পুলিশ নিরংকুশভাবে কাজ করছে। জনগণ ও পুলিশ মিলে একসঙ্গে কাজ করার ফলে সমাজের সকল অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং অপরাধ রোধ করা সম্ভব হচ্ছে। জঙ্গিবাদ, ধর্ষন ও মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ধর্ষণ, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নে তাদেরকে তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে নিরলসভাবে এগিয়ে আসতে হবে। বিয়ানীবাজার উপজেলায় প্রায় ৩/৪ লক্ষ জনগণের বসবাস আর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী রয়েছেন তাদের তুলনায় মাত্র কয়েকজন। তাই বিয়ানীবাজার উপজেলাকে ধর্ষণ, জঙ্গি, মাদক, বাল্যবিবাহ মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি উপজেলাবাসীর সহযোগিতা একান্ত কাম্য। সম্মিলিত প্রচেষ্টায় বিয়ানীবাজার উপজেলাকে ধর্ষণ, মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব।অনুষ্ঠানে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান মো: শিহাব উদ্দিনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন, বিট অফিসার এসআই/মো: শাহ আলম ভূইয়া, ইউপি সদস্য সামছুল  আলম,  মোঃ বদরুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য অনুষ্ঠানে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিকতার ফলে দেশে পুলিশিং সেবাকে জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়ার জন্য যে সকল উদ্যোগ গ্রহন করেছে সে জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *