গোয়াইনঘাট হোম

অভিভাবকদের সচেতনতা, আইনের প্রয়োগ, নজরদারি এবং বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব…চেয়ারম্যান ফারুক আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি:: মেয়ে শিশুর সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের ফলে সিদ্ধান্ত গ্রহণ ও নিজের মতো জীবন যাপন করতে পারে না ওই শিশু। এখনো ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫০ভাগ মেয়ের বিয়ে হচ্ছে। করোনাকালে এই পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। সরকারের সদিচ্ছার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, আইনের প্রয়োগ, নজরদারি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশ থেকে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। বুধবার (১৬মার্চ) সকাল ১১টায় উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির বাস্তবয়নে এবং বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা)’র সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কাউট সদস্যদের সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কালে উপরোক্ত মন্তব্য করেছেন গোয়াইনঘাট উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।প্রশিক্ষণের উদ্বোধনকালে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো.ওমর ফারুক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিম উল্ল্যাহ, বাংলাদেশ স্কাউট গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ারদী হোসেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *