ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড’র গোয়াইনঘাট উপ-শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলাস্থ আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আইএফআইসি ব্যাংকের নিজস্ব কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত পানিবন্দী অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, সাবান, হ্যান্ডস্যানিটাইজারসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক কাইউম চৌধুরী বলেন, বাংলাদেশ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৬ সালে ব্যাংকটি গঠিত হয়। শুরু থেকেই গ্রাহকদের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা নিশ্চিতকল্পে ব্যাংকটি কাজ করে আসছে। যা একপর্যায়ে উন্নত ও আন্তরিক গ্রাহক সেবার মাধ্যমে আইএফআইসি ব্যাংক দেশের আপামর জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একই সঙ্গে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ সুবিধা প্রদানসহ সরকার ঘোষিত প্রণোদনা ও অগ্রাধিকার খাতে বিনিয়োগের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক। অপরদিকে মানুষের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের জন্য আইএফআইসি ব্যাংক প্রয়োজন ভিত্তিক পাশে রয়েছে। এবারের প্রলয়ঙ্কারী বন্যায় সিলেটের গোয়াইনঘাট- সুনামগঞ্জ- কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যায় মানুষের বসতভিটা তলিয়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এমতাবস্থায় এফআইসিব্যাংক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিলে ১০কোটি ত্রাণ সহায়তা করেছে। পাশাপাশি মাঠ পর্যায়ে আরোও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে এ-রই অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলায় ২শত অসহায়, দারিদ্র্য পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন আই এফআইসিব্যাংক, সিলেট শাখার শাখা ব্যবস্থাপক এম. এ. কাইয়ুম চৌধুরী, আই এফ আইসি ব্যাংক গোয়াইনঘাট বাজার উপ-শাখার ইনচার্জ জুবায়ের আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট থানার এসআই জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জয়নুল ইসলাম, গোয়াইনঘাট বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির আহমদ প্রমূখ।
