ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম। ২০২২ সালে নিজ কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স এক প্রজ্ঞাপনের মাধ্যমে‘অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকান্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে ২০২২ সালের প্রশংসনীয় ও স্বীকৃতি স্বরূপ হিসেবে ভালো কাজে অবদানের জন্য এই পদক প্রদান করা হয় কেএম নজরুল ইসলামকে। বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ ২০২৩ পড়িয়ে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। ২০২২ সালে পুলিশি সেবার মাধ্যমে ভালো কাজ করায় ২০২৩ সালের পুলিশ সপ্তাহে IGP’s Exemplary Good Services Badge বা ‘আইজিপি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন ৪৫৮ জন পুলিশ সদস্য। ভালো কাজের মানদন্ড বিবেচনা করে মোট ৬টি ক্যাটাগরিতে ৪৫৮ জন পুলিশ সদস্যদের বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ ২০২৩ পরিয়ে দেয়া হয়। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলামকে আইজিপি ব্যাজ ২০২৩ পড়িয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। এসময় প্রদক প্রদানে পুলিশের সকল ইউনিট প্রধানরা উপস্থিতিত ছিলেন।সম্মাননা বিষয়ে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান, আইজিপি পদকে আমি শুধু নামেমাত্র ভূষিত হলেও এর পেছনে গোয়াইনঘাট উপজেলারবাসীর অনন্য অবদান রয়েছে। সর্বস্থরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা আর আইনি সহায়তার কারণে সিলেটের সূ-যোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএম মহোদয় আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিপিএমসহ সংশ্লিষ্ট সকল উর্দতন কর্তৃপক্ষকে গোয়াইনঘাট তথা আমার ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই অর্জনের পিছনে উর্ধ্বতন অফিসারদের নিবিড় তদারকীসহ গোয়াইনঘাট থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। টীম গোয়াইনঘাটের সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কোন পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। আশা করি চলমান সময়ের ন্যায় আগামী দিনেও গোয়াইনঘাটবাসীর ঐকান্তিকতা এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
