ডেইলি গোয়াইনঘাট ডেস্কঃঃ সিলেটের বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।মঙ্গলবার রাত আটটায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শফিউল আলম নাদেল বলেন, সকল শ্রেনী পেশার লোকজনকে সাথে নিয়ে জাতির জনকের আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী সংগঠন হিসেবে আওয়ামী লীগ কে গড়ে তোলাই হবে আমার লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি শাহেদ আহমদ,সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল জলিল,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস,জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল,মো.ফখরুল ওয়াহেদ চৌধুর, আবুল ফজল,মজিব রহমন,, শাহজাহান মাসুক,শুভেন্দু শেখর পাল মিঠু,বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু,অশিষ পাল,বীর বিক্রম চৌধুর, রেজাউল ইসলাম,গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম রানা,শিক্ষক ফোরাম এর মহানগর সম্পাদক বাহার উদ্দিন আখন্দ প্রমূখ।