নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের আদেশ থাকা স্বত্ত্বেও পাথর উত্তোলনে প্রশাসনের বাঁধার প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আশিকুর রহমান আশিক। এসময় উপস্থিত ছিলেন- বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মাসুক আহমদ, রুস্তমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. তৌহিদ মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে উলেখ করা হয়- গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারী থেকে ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য আদালতের নির্দেশ রয়েছে। কিন্তু ম্যানুয়েল পদ্ধতিতে শ্রমিক দ্বারা পাথর উত্তোলন করতে বাঁধা দিচ্ছে প্রশাসন। প্রশাসনের বাঁধার কারনে শ্রমিকরা বিছনাকান্দি থেকে পাথর উত্তোলন করতে পারছে না। ফলে কোয়ারীর লাখো পাথর শ্রমিক অনাহারে, অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। ব্যবসায়ীরাও বিরাট অংকের ক্ষতি গুনছেন। পাথর কোয়ারীতে শ্রমিকের কাজের সুবিধার্থে শুধুমাত্র পানি সেচের জন্য পাওয়ার পাম্প ব্যবহার করা হয়। পাথর উত্তোলনে প্রশাসনের বাঁধার প্রতিবাদে ও পাথর উত্তোলনে শ্রমিকদের সহায়তা প্রদান করতে জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় স্মারকলিপি অনুলিপি মন্ত্রী ইমরান আহমদ এমপি, র্যাব অধিনায়ক, পুলিশ সুপার সহ সরকার ও প্রশাসনের উর্ধ্বতন মহলে প্রেরণ করা হয়।