গোয়াইনঘাট প্রতিনিধি:: গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও আর্তমানবতায় এফআইভিডিবি সূচনা প্রকল্পের ভূমিকা অনন্য। গোয়াইনঘাট উপজেলায় এ সংস্থাটি দির্ঘদিন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাহা গরীব ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে ব্যাতিক্রমী ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি এফআইভিডিবি সূচনা প্রকল্প তার কর্মদক্ষতায় আরোও একধাপ এগিয়ে যাবে। সেই সাথে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে আগামীতেও এ সহায়তা অব্যাহত রাখবে। রবিবার (১৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এফআইভিডিবি সূচনা প্রকল্পের উদ্যোগে আয়োজিত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।এফআইভিডিবি সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মাহমুদ হোসেন’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাৎ আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছে, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ ইউনুস আলী, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ পুষ্টি সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন।