নিজস্ব প্রতিবেদক:: করোনাভাইরাস প্রতিরোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশে চলছে লকডাউন। অর্থাৎ ব্যবসা-বানিজ্য, দিনমজুর, কাজ-কর্ম সহ সব উপার্জন ব্যবস্থা বন্ধ করে বাড়িতে(ঘরে) অবস্থানের নির্দেশনা। এমতাবস্থায় গৃহবন্দি অসহায় দিনমজুর, গরীব পরিবার গুলো চরম দুর্ভোগ ও ভুগান্তীর মধ্যে পড়ছে।পরিবার গুলোতে দেখা দিয়েছে নিত্যপন্য সহ খাদ্য সমাগ্রীর অভাব। করোনাভাইরাস প্রতিরোধে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বহুমুখী পদক্ষেপের মধ্যে চলছে সেই সব পরিবারের মধ্যে নিত্যপন্য সহ খাদ্য-ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন সহ ৫নং আলীরগাঁও ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে জি আর খাদ্য-শস্য (চাল) ও (নগদ অর্থে) শুক্নো খাবার ডাটা শিট অনুযায়ী উপযুক্ত পরিবারের মধ্যে ত্রান পৌছানোর কাজ আজ সকাল ১০:০০ ঘটিকার সময় নব-দায়িত্ব প্রাপ্ত গোয়াইনঘাট উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম সাহেব ইউনিয়ন পরিষদে ত্রাণ হস্থান্তর করলে পরবর্তীতে তাহা ইউ/পি সদস্য ও করোনাভাইরাস প্রতিরোধে সেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি পৌছে দেন।
ডাটা শিট অনুযায়ী জি,আর খাদ্য-শস্য(চাল) ৩০০ টি পরিবার ও জি আর (নগদ অর্থ) দারা শুক্ন খাবার ২০ টি পরিবারের মধ্য আনুষ্ঠানিক ভাবে গোয়াইনঘাট উপজেলার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃশফিকুল ইসলাম সাহেব ইউ/পি সদস্য ও সেচ্ছাসেবিদের হাতে হস্তান্তর ও বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম সহ বিতরন কার্যক্রমে সহযোগীতা সহ উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম ও ইউ/পি সেক্রেটারি সুমন হরি প্রিয়া দাস, ইউ/পি সদস্য জনাবা আয়শা খানম, জনাবা শামসিদা বেগম, জনাব আব্দুল গনি(বতাই),জনাব জলাল উদ্দীন,জনাব আফতাব আলী,জনাব তজম্মুল আলী,জনাব শাহীম আহমদ শাহীন, ইউ/পি উদ্যোক্তা ফয়সাল আহমদ,ছাত্র নেতা আলিম উদ্দীন(সজিব) সেচ্ছাসেবি মোঃআব্দুল কাদির(প্রতিষ্ঠাতা ও সভাপতি-আল ইহসান সমাজ কল্যান যুবসংঘ ধর্মগ্রাম) সেচ্ছাসেবি জনাব আনোয়ার হুসেন (নয়াখেল), নেওয়াজুর রহমান(ধর্মগ্রাম) মারুফ আহমদ খাস),তানজিম আহমদ (খাস মৌজা), আরিফ আহমদ (নয়াগ্রাম)সহ প্রমুখ।