ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাট উপজেলার গুরকচি উচ্চ বিদ্যালয় মাঠে “আল-হাবীব ইসলামী যুব সংঘ”র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষার মাস উপলক্ষে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় গুরকচি মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফজলে রব ও মাওলানা শাহেদ আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জননেতা মাওলানা আব্দুল মান্নান, সীমান্তের আহ্বানের সম্পাদক মণ্ডলীর সভাপতি আবুল হাসানাত, আব্দুল মান্নান, আব্দুর রহমান, রুহুল আমিন, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা আজিজুর রহমান, আবু কাওছার, আসহাব উদ্দিন, আব্দুল আহাদ, ইফতেখার হুসেন শামিম, নাসির উদ্দীন, মাস্টার রফিক আহমেদ, গোলাম কিবরিয়া, ইমরান আহমদ, কয়েছ আহমেদ, সাকিব আহমেদ, আলিম উদ্দিন, আব্দুল বাসিত, মোহাম্মদ আম্বিয়া, আসহাব উদ্দিন, ফয়সাল আহমেদ, রিয়াজ উদ্দিন, বাহার উদ্দিন, সুহেল আহমেদ প্রমুখ।