ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভুমিহীনদের জন্য দেড় কুটি টাকা ব্যায়ে নির্মিত আশ্রায়ন প্রকল্প-২’এ ৪০টি আধাপাকা ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতশ্রিুতি প্রতিটি গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত মোতাবেক এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল আশ্রয়ন প্রকল্প-২’এ ভূমিহীন পরিবারকে স্থায়ীভাবে খাস জমিসহ ইট ও টিনের পাকা বাড়ি নির্মান করে দেওয়ার লক্ষ্য প্রায় ১কোটি ২১লক্ষ ৮০হাজার টাকা ব্যায়ে নির্মিত আশ্রয়ন প্রকল্পরে কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
মঙ্গলবার বিকেল ৫টায় উপজলোর ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল আশ্রায়ন প্রকল্প-২’র আওতায় ৪০টি আধাপাকা গৃহনির্মান কাজের পরিদর্শন শেষে শেখ রাসেল হাসান বলনে, মুজিব শতর্বষ উপলক্ষে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষতি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্ণবাসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজলোয় বরাদ্দকৃত ঘর গুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের এ আশ্রয়ণ প্রকল্পটিতে মুজিববর্ষ উপলক্ষ্যে সংযোজন করা হয় ৪০০ বর্গফুট আয়তনের দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা একক গৃহ। এই ঘরে সুপরিসর দুই কক্ষের সামনে টানা বারান্দা এবং পেছনে রয়েছে রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাটট্রিন। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি পুনর্বাসিতদের জন্য রয়েছে নিরাপদ সুপেয় পানীর ব্যবস্থা। ক্লাস্টারভিত্তিক স্থাপিত প্রকল্প গ্রাম গুলোতে সুনির্দিষ্ট দৃষ্টিনন্দন লে- আউটের মাধ্যমে ঘর গুলো নির্মান করা হবে। সরকারের মহতি এ উদ্যোগে কেউ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের একটি বড় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশে ৮লাখ ৮২হাজার ৩৩টি গৃহহীন পরিবারকে আধাপাকা টিন-শেড ঘর নির্মান করে দেওয়া হচ্ছে।এদিকে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারের প্রত্যেকে পাবেন ২শতক জমিসহ ১টি আধাপাকা টিন শেডের ঘর পাচ্ছেন। এই ঘরগুলোর উপকারভোগীর নামের তালিক রয়েছে তাদের কেউ কেউ অন্যের জায়গায় অস্থায়ী ঘর তুলে বসবাস করছেন। আবার অনেকে দূর আত্মীয়দের বাড়িতে বসবাস করছেন। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর মাধ্যমে প্রকৃত গৃহহীন ও ভুমিহীন পরিবারগুলো পাবে তাদের স্বপ্নের আপন ঠিকানা। নিজের জায়গায় নিজের ঘরের সামনে দাঁড়ানোর নতুন স্বপ্ন উঁকি দিচ্ছে তাদের মনে। অসহায় এ মানুষগুলোর নিজেদের স্থায়ী ঠিকানা হচ্ছে জেনে মহাখুশি। তারা এখন নিজদের আত্মপরিচয়ে মাথা উঁচু করে নতুন জীবনে যাত্রার স্বপ্ন দেখছেন। উল্লেখ্য ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলায় ইতিপূর্বে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১০৯৮টি এবং বেসরকারি অর্থায়নে ৩টি মোট ১১০১টি গৃহ নির্মাণ করা হয়েছে। ইতোপূর্বে ৯৭৭টি গৃহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অত্র উপজেলার ৯৭৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২শতক জমিসহ হস্তান্তর করেছেন। পরিদর্শন শেষে আবাসনে বসবাসরত মানুষের সাথে স্বার্বজনিন পেনশন স্কিম বিষয়ে উদ্বুদ্ধ করেন তিনি। এ-সময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, উপজলো প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা র্শীষন্দেু পুরকায়স্থ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, ইউপি সদস্য মুমিনুর রশিদ, সাবেক ইউপি সদস্য সায়েম আহমদ, যুবলীগ নেতা মাসুক আহমদ প্রমূখ।