৩ ফুট দূরত্ব মানলেও;
করোনা থেকে বাচা অসম্ভব….?
নতুন তথ্য হল,ঝুকি এড়াতে-
১৩ ফুট দূরত্ব বজায় রেখে চলতে হবে।
আমরা সবাই এত দিন জেনে এসেছি যে,
করোনা হাচি-কাশির মাধ্যমে এবং-
আক্রান্ত মানুষের সংস্পর্শে ছড়ায়।
কিন্তু,কিছুক্ষণ পূর্বে একজন বিশেষজ্ঞের সাথে-
কথা বলে একটা ভয়াবহ তথ্য-
জানতে পারলাম;
যা পিলে চমকানোর মত?
তথ্যটা হল-
“করোনা ভাইরাস হাচি-কাশির মাধ্যমে নির্গত হয়ে-
১৩ ফুট দূর পর্যন্ত অনায়াসে ভেসে বেড়াতে পারে”।
বাতাসের গতিবেগ বেশি হলে তা-
আরো দূর পর্যন্ত যেতে পারে।
যা মানুষের সংস্পর্শ পেলেই নাক,মুখ ও চোখের মাধ্যমে
উজ্জীবিত হয়ে উঠে,সক্রিয় হয়।
এও জানা গেছে,এখনো করোনার কোন-
সফল ঔষধ আবিষ্কার হয়নি।
ফেসবুকে যা ছড়াচ্ছে তা প্রায়ই গুজব।
যারা এখনো অসতর্ক হয়ে বাড়ির বাইরে-
ঘোরা ফেরা করছ;
লকডাউন মানছ না;
তারা অচিরেই আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে।
মাথা নেড়া করা,থানকুনি পাতা খেয়ে-
এ গজব থেকে বাচা সম্ভব নয়।
বাচতে হলে,
১৩ ফুট দূরত্ব বজায় রেখে চল।
সবচেয়ে ভাল হবে;
বাড়িতে থাক,নিরাপদে থাক।
তথ্যটি অতীব গুরুত্বপূর্ণ,তাই শেয়ার করুন।