ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: বহুল প্রতীক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে নিয়ে উপজেলা জুড়ে ভোটার ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। ভোট গ্রহণের জন্য গোয়াইনঘাটের ৫৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে কেন্দ্রগুলোতে চলছে বুথ তৈরির তোড়জোড়। এ নিয়ে নির্বাচন কমিশনের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের আগের দিন শনিবার (২৭ডিসেম্বর) সকালে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করবে কমিশন।এদিকে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে বুধবার বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে আবৃত করতে থানা পুলিশের পক্ষ থেকে মটরসাইকেল শুভা যাত্রা বের করে উপজেলার ৬টি ইউনিয়নের ভোটার ও সমর্থকদের কড়া নিরাপত্তার জানান দিল গোয়াইনঘাট থানা পুলিশ। যাতে অনুষ্ঠিতব্য ৬টি ইউনিয়নের কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ না থাকে। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্য ভোটাররা যাহাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই লক্ষ্য গোয়াইনঘাট থানা পুলিশ প্রতিটি কেন্দ্রে আসা ভোটারদের নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে সেটা নিশ্চিত করেতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তায় অস্ত্রধারীসহ পুলিশ সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সাধারণ কেন্দ্রে অস্ত্রধারীসহ পুলিশ, বিজিবি, সেনাবাহীনি ও আনসার সদস্য থাকবে। এছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তৎপর থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে জেলা পুলিশের বিশেষায়িত ইউনিট ও র্যাব সদস্যরা।
উল্লেখ্য, দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
