ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় প্রভাত ফেরি করে জৈন্তাপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে ।
এরপর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীতে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ এর সভাপতিত্বে ও প্রভাষক ইদ্রিস আলী’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক মাহফুজার রহমান, আব্দুল কুদ্দুস,সুজন আহমদ,ক্রীড়া শিক্ষক রুনা বেগম ,উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমূ।