জৈন্তাপুর

ইসলাম প্রচারে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ! মাওলানা মামুনুল হক

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক আলেমদের উদ্যেশে বলেন, আলেমরা তিন প্রকৃতির হয়ে গেছেন। কিছু আলেম সাহস নিয়ে ইসলামের কথা বলে নির্যাতিত আর জুলুমের শিকার হয় তারা হলেন দিনদার, কিছু আলেম সুবিধা বাদি ইসলাম ও শয়তানের পক্ষে কথা বলে তারা মুনাফিক। আরো কিছু আলেম আছে শুধু শয়তাতের পক্ষে চাটুকারিতা করে তারাও মুনাফিক। গত বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জৈন্তাপুর উপজেলার ১৪৩ বছরের পুরাতন দীনিশিক্ষা প্রতিষ্টান জামেয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এসব কথা বলেন।ওয়াজ মাহফিলগুলোতে আলেমদের বিরুদ্ধে অভিযোগ এনে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আজকাল আলেমরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলেই ইসলামের শত্রুরা কথাবলার সাহস পেয়েছে। বতমানে মুসলিম জনপদে হারাম পন্য বিক্রি হয় আলেমরা জাতিকে সে ব্যাপারে সতর্ক না করে তারা নাকে তেল দিয়ে ঘুমায়, নবীর উত্তরাধীকারি বলে চিল্লায় আর বড় বড় উপাদি বলে পরিচয় দেন। কিছু আলেমরা মাদক ব্যবসায়ির বিরুদ্ধে কথা বলেনা, হালাল আর হারাম নিয়ে কথা বলার সাহস পায়না, সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলেনা কারণ আলেমের চাকুরী থাকবেনা। বুঝতে হবে সর্বপ্রথম আল্লাহর কাটগরায় আলেমদের দাড়াতে হবে। আলেমরা দুনিয়ার কোন রাজা বাদশার আদেশে কাজ করলে হবে না, আলেমরা আল্লাহর দেয়া নির্দেশনায় কাজ করতে হবে। আলেম সমাজকে এখনি ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আগমীতে ইসলামের অনেক বড় বপর্যয় দেখা দিবে।তিনি আরো বলেন, আলেমরা যতক্ষন পর্যন্ত নিরাপদ আছো ততকণ পর্যন্ত শক্তমনে ইসলামের পক্ষে কথা বলে যেতে হবে।আর যদি আলেমরা ইসলামের পক্ষে কথা বা জিহাদ না করেন আল্লাহ নারাজ হবেন। কারো মুখের দিকে থাকিয়ে নয় কোরআনের অর্পিত দায়িত্ব মনে করে কথা বলে যেতে হবে সব সময়। আমি যেনো সব সময় ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাাহ এবং রাসুলের পক্ষে কথা বলে যেতে পারি। দোয়া করবেন আমি ইসলামের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি।মাহফিলে সভাপতিত্ব করেন হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা ইউসুফ আহমদ আরোও বয়ান পেশ করেন, শায়খুল হাদিস হযরত মাওলানা রফিকুল হক (তুবাংগী হুজুর), শায়খুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী (চিল্লা), হযরত মাওলানা মুফতি মুস্তাকুন্নবী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি আমানুল হক, মাদ্রাসা সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, হযরত মাওলানা মাহমুদুল হাসান, হযরত মাওলানা ওলিউর রহমান, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, দারুল উলুম হেমু মাদ্রাসার মুহতামিম মুফতি জিল্লুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *