ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: মুসলিম উম্মাহর মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এক শুভেচ্ছা বার্তায় মৌলভীবাজার বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার (১২মে) এক শুভেচ্ছা বার্তায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, নানা বাধা বিপত্তি উতরাই পেরিয়ে বিগত দিনের চলার পথে সূখ-দূঃখ, পাওয়া না পাওয়ার ক্লান্তিকে ভুলে গিয়ে নতুনত্বের আহব্বানে সুখের স্মৃতি গুলোকে মনে আঁকড়ে ধরতে হবে। সেই সাথে সকল শ্রেনী পেশাজীবিকে ঐক্যবদ্ধ হয়ে মৌলভীবাজার জেলার সকল সমস্যা ও সম্ভাবনা গুলোকে খোঁজে বের করে সামাধান কল্পে কাজ করতে হবে। সেই সাথে মাদক, হেরোইন, গাজাঁ, ফেনসিডিল, ইয়াবা, ধর্ষণ গন-ধর্ষণসহ সকল প্রকার অপরাধমুক্ত সমাজ বিনির্মানে জনপ্রতিনিধিদের পাশা-পাশি সকল সামাজিক, রানৈতিক ব্যাক্তিবর্গকে নিরলসভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা আর সহযোগিতায় একটি আলোকিত মৌলভীবাজার তথা উন্নয়নশীল দেশ গঠন করা সম্ভব। মৌলভীবাজার বাসীর সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত মৌলভীবাজার বাস্থবায়ন করা সম্বভ বলে এ কর্মকর্তা আশাবাদী। পরিবর্তন পরিবর্ধন’র ধারা বাহিকতায় ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সূখ শান্তি ও সমৃদ্ধি।
অপর দিকে কোভিট-১৯’র বা করোনা ভাইরাস সংক্রমনের কারণে সারা বিশ্ব আজ থমকে আছে। দেশের এ ক্লান্তি লগ্নে সরকারের বেধেঁ দেওয়া সকল আইন ও নির্দেশনা মেনে চলতে হবে। সরকারের গৃহিত সকল উদ্দ্যেগ বাস্থবায়নে সবাই আন্তরিকতার সহিত কাজ করলে মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবো। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহ পবিত্র ঈদুল ফিতর পালন করবো। তাই, ঈদ মানে হাসি-খুশি, ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে। সরকারের নির্দেশনা অনুসারে কোলাকুলি,হাত মেলানো, ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত না পড়ে নিজ নিজ মসজিদে ঈদের জামাত আদায় করার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক, দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর ঘুচে যাক করোনার সকল অমানিশা।
এছাড়াও ঈদুল ফিতরে সামাজিক দূরত্ব নিশ্চিত করণ এবং আইনসৃংখলা পরিস্থিতি যাহতে বিগ্ন না ঘটে সে জন্য জেলা গোয়েন্দা পুলিশের পাশা-পাশি আইনসৃংখলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বত্র কাজ করবে। এতে কোথাও কোন অনিয়ম বা অপৃতিকর ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
