ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:- সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়নের খলামাধব গ্রাম নামক স্থানে একটি প্রাইভেট কার এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬ জন গুরুতর আহত এবং ১ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ৩ জনের অবস্থা আশংক জনক হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন নিহতের নাম ইমাম উদ্দীম (২৫)।রবিবার (১৬ মে) সকাল সাড়ে ১১ টায় গোয়াইনঘাট হাদারপার সড়কের রুস্তমপুর ইউনিয়নের খলামাধম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মকরম আলী (৫৫) তাহার স্ত্রী হামিদা (৪৫) ছেলে নিজাম উদ্দিন (২৪) মেয়ে ফাতেমা(১৪) ফাতেহা (৮)। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের হোড়ারপার গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ঈদ উপলক্ষে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এমন দূর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন গুরুতর আহত, নিহত একজনের খবর চাউর হলে তাৎক্ষনিক দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ।এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।