ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন । এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, কোরবানির শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে সবার জন্য আনন্দ নিয়ে কিন্ত এবার দেশে করোনা ভাইরাস আর টানা তিন বারের বন্যার কারণে অন্য রকম ঈদ উদযাপিত হবে। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের সবাইকে ঈদের নামায ও কোরবানি দিতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। তিনি আরো বলেন ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি। ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও মেলবন্ধন।
আল্লাহপাক যেন দ্রুত বিশ্বাবাসীকে এই মহামারি করোনা থেকে পরিত্রাণ দান করেন । সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে-
নাহিদা পারভীন
উপজেলা নির্বাহী অফিসার
জৈন্তাপুর, সিলেট।