জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ- জৈন্তাপুরে প্রথম বারের মত ইসলামী চিন্তাবিদ বুযুর্গানে দ্বীন গনের জীবনালোচনা ও গুনীজন সংবর্ধনা ২০১৯ আয়োজন করে। ৫জন ইসলামী চিন্তাবিদ ও জৈন্তাপুরের ইসলামী শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় তাদেরকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
গতকাল ২৩ ডিসেম্বর সোমবার বিকাল ২টায় দরবস্ত বাজার মঞ্চে জৈন্তাপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে গুনীজন সংবর্ধনা ও বিশিষ্টজন সম্মাননা অনুষ্ঠানে পরিষদের সভাপতি হাফিজ মাসউদ আজহার সভাপতিত্ব ও সেক্রেটারী মাওলানা খালেদ আহমদের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শায়খ শফিকুল হক সুরইঘাটী, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, হাফিজ মাওলানা মনজুওে মাওলা, মাওলানা জহির উদ্দিন দরবস্তী, দরবস্ত ইউপি’র চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউপি’র চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সাবেক চিকনাগুল ইউপি’র চেয়ারম্যান এবিএম জাকারিয়া, চিকনাগুল মাদ্রাসার মুহতামিম আব্দুল হালিম, হাফিজ মাওলানা আবুল হাসান, মাওলানা সফিউল্লাহ মাসউদ, মাওলানা মুফতি জিল্লুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ড. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সুফিয়ান, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দিন, জৈন্তাপুর অন লাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম. রুহেল, সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, মাওলানা কবির আহমদ, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা খালেদ আহমদ, শহিদ ফাতিমী, দেলেয়ার জামিল, রফি উদ্দিন শাহিন, মাহবুবুল আম্বিয়া মাহবুব, হাফিজ ডালিম, হাফিজ আলিম উদ্দিন, মাওলানা নজরুল, মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু হানিফ, বিশ্বজয়ী হাফেজ আব্দুল্লাহ আল মাহফুজ।
অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, যে এলাকায় গুনীজনের কদর দিতে জানেন না, সে এলাকায় গুনীজন জন্মায় না। আজেকের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে বুঝা যায় জৈন্তিয়ার ইতিহাস ঐহিত্য বহু গুনীজন ছিলেন এবং আগামীতেও গুনীজন জন্মাবে। প্রজন্ম থেকে প্রজন্মরা গুনীজনদের সম্মাননার মাধ্যমে তাদের স্মরণ রাখবে। পরে সন্ধ্যা ৭টায় সংবর্ধিত গুনীজন মাওলানা শায়খ মুফতি ইউসুফ শ্যামপুরী, মাওলানা শায়খ হাবিবুর রহমান দরবস্তী, মাওলানা শায়খ রফিকুল হক থুবাংগী, মাওলানা শায়খ আব্দুল খালিক চাক্তা, মাওলানা শায়খ কারী আবদুর রউফ চিকনাগুলী কে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া বিশিষ্ট জনেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।