এম,এ,মতিন : গোয়াইনঘাট : : তোয়াকুল কিন্ডারগার্ডেন ২০০৮ খ্রিস্টাব্দে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে প্রতিষ্টিত হয়েছিল । যোগ্য নেতৃত্ব ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে পাঠদান কার্যক্রম সূচনালগ্ন থেকেই অব্যাহত রয়েছে। ফলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তোয়াকুল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রতিষ্টাকালীন সময় থেকে দীর্ঘ একযুগ সময় শতভাগ উত্তীর্ণ, জিপিএ – ৫ লাভসহ সফলতার ধারা অব্যাহত রেখেছে। খোঁজ নিয়ে জানা যায় এবারের পিএসসি পরীক্ষায় তোয়াকুল কিন্ডারগার্টেন থেকে ২২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১ জন শিক্ষার্থী জিপিএ – ৫ লাভ করে। ১০ জন শিক্ষার্থী জিপিএ এ গ্রেড, একজন শিক্ষার্থী জিপিএ এ মাইনাস; গ্রেড পায়। ২০১৮ খ্রিস্টাব্দে ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন শিক্ষার্থী জিপিএ ৫, আটজন শিক্ষার্থী এ গ্রেড ও একজন শিক্ষার্থী এ মাইনাস গ্রেড পায়। ২০১৭ খ্রিস্টাব্দে ১১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করে । চারজন শিক্ষার্থী পায় এ গ্রেড ও দুইজন শিক্ষার্থী এ মাইনাস গ্রেড পেয়েছিলেন। ২০১৬ খ্রিস্টাব্দে ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ -৫ লাভ করেন দুইজন শিক্ষার্থী, জিপিএ এ গ্রেড পায় ৯ জনে ও এ মাইনাস গ্রেড পয়েন্ট পায় ৫ শিক্ষার্থী। ২০১৫ খ্রিস্টাব্দে ১০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৭ জনে এ গ্রেড ২ জনে এ মাইনাস ও একজন শিক্ষার্থী জিপিএ বি লাভ করেন। ২০১৪ খ্রিস্টাব্দে ১১ জন শিক্ষার্থী অংশেগ্রহন করে জিপিএ ৫ লাভ করে ৫ জন শিক্ষার্থী, চারজনে এ গ্রেড ও দুইজনে বি গ্রেড পান। ২০১৩ খ্রিস্টাব্দে ৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুইজনে এ গ্রেড,একজনে এ মাইনাস গ্রেড ও দুই জন শিক্ষার্থী বি গ্রেড পায়, ২০১২ খ্রিস্টাব্দে ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জনেই এ গ্রেড লাভ করে । ২০১১ খ্রিস্টাব্দে ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ ২ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করে ১ জন শিক্ষার্থী এ মাইনাস গ্রেড ও একজন শিক্ষার্থী বি গ্রেড লাভ করে। এব্যাপারে তোয়াকুল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহনুর আহমদ বলেন বলেন কোমলমতি শিক্ষার্থীদের অতি যত্নসহকারে আধুনিক ও যোগ উপযোগী শিক্ষা প্রদানে তোয়াকুল কিন্ডারগার্টেন প্রতিষ্টালগ্ন থেকে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যাবতীয় কার্যক্রম গ্রহন করা হয়।
এছাড়া এ প্রতিষ্টানে কর্মরত ৭ জন শিক্ষ অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী। পাঠদানের সময়ে শিক্ষার্থীদের মেধা শক্তিকে জাগ্রত করতে উক্ত প্রতিষ্টানের শিক্ষকেরা প্রানপণ চেষ্টা চালিয়ে যান। তুলনামূলক দূর্বল শিক্ষার্থীর ক্ষেত্রে আমার আরো যত্নবাব। তোয়াকুল কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আব্দুর রব বলেন বৃহত্তর গোয়াইনঘাট উপজেলার সার্বিক দিক দিয়ে পিছিয়ে পড়া অবহেলিত এক জনপদের নাম তোয়াকুল। এই অবহেলিত জনপদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আধুনিক ও সময়োপযোগী শিক্ষার সাথে সম্পৃক্ত করতেই প্রতিষ্টা করা হয়েছে তোয়াকুল কিন্ডারগার্টেন। তোয়াকুল কিন্ডারগার্টেন প্রতিষ্টাকালীণ সময় থেকে ২০১৯ খ্রিস্টাব্দের পিএসসিপরীক্ষার ফলাফল পর্যন্ত রেখেছে সফলতার স্বাক্ষর। দীর্ঘ এক যুগ সময় ধরে শতভাগ সাফল্যে অর্জনের পাশাপাশি পিছিয়ে নেই কাঙ্খিত গ্রেড পয়েন্ট জিপিএ ফাইভ অর্জনের ক্ষেত্রেও। তোয়াকুল কিন্ডারগার্টেনের সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি।