গোয়াইনঘাট

এফআইভিডিবি সূচনার আয়োজনে পুষ্টি কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক::   গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যন ফারুক আহমদ বলেছেন, অসহায় দারিদ্র জনগোষ্টির জীবন মানউন্নয়নে এফআবিডিবি সরকারের সহযোগি সংস্থা হিসেবে কাজ করছে। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মাধ্যমে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার দারিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠির পুষ্টি ঘাটতি দূরিকরনে সকলকে সচেতন হতে হবে এবং মা ও শিশুদের পুষ্টি ঘাটতি পুরনে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে।

বৃহস্পতিবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পালের সভাপতিত্বে সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মাহমুদ হোসেনে পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ানঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ।

সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বৃন্দ,উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সূচনা প্রকল্পের কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সূচনা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যেমে সকলে সামনে উপস্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *