Uncategorized

এসএসসিতে গোয়াইনঘাটে পাশের হার ৭৯.২৭ ভাগ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। ২ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী সফলতা লাভ করে। এছাড়া ৪৫ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছেন।

গোয়াইনঘাটে দাখিল পরীক্ষায় ৩৩২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২৫৬ জন শিক্ষার্থী সফলতা লাভ করেছেন। দাখিল পরীক্ষায় ১ জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করেছেন। দাখিল পরীক্ষায় পাশের হার ৭৮.২৭ ভাগ। একটি এপ্লাস একমাত্র ইমরান আহমদ বালিকা বিদ্যালয়টির শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করেন।

এবারের এসএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নওয়াগাঁও স্কুল অ্যান্ড কলেজে ৩ টি এ প্লাস, বঙ্গবীর এমএজি উচ্চবিদ্যালয় ৬ টি, কোপার বাজার উচ্চ বিদ্যালয় ২টি, ফারুক আহমদ কুনকুরি ৭টি, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৬ টি, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ১টি, আমির মিয়া উচ্চ বিদ্যালয় ৬টি, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ২টি, ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় ১টি, কোওর বাজার উচ্চ বিদ্যালয় ২ টি, বাঘের সড়ক উচ্চবিদ্যালয় ১ টি, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ১টি, মহসিন মনসুর ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ে ৪ টি, পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় ২টি, মদরিছ আলী উচ্চ বিদ্যালয় ২টি, ও বাউরভাগ দাখিল মাদসার ১জন শিক্ষার্থী জিপিএ ৫ লাভ করেন।

গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আপ্রান চেষ্টা চালিয়েছেন। পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়ইনি। আগামীতে আরো ভাল ফলাফলের চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *