গোয়াইনঘাট

ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীনদের সমন্বয়ে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে- মোহাম্মদ নজরুল ইসলাম

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: গোয়াইনঘাট উপজেলাস্থ ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সের সামনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার ওলিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আহমদ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ’র সভাপতি এবং ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল বলছেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে  নৌকার পক্ষে কাজ করতে হবে। বিগত দিনে বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর নানা অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল। সেই সব নির্যাতনের কথা আমরা কেউ ভুলে যাইনি। যদি বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ফের নির্যাতনের খড়গ নেমে আসবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন অবস্থায় পদ-পদবি নিয়ে কোন নোংরা রাজনীতি করা যাবেনা। আগামীতে দলে যারা যোগ্য রয়েছেন তাদের সঠিক মূল্যায়ন করা হবে। তাই আগামী জাতীয় নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপতৎপরতা রুখে দিতে হবে। তিনি আরও বলেন ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীনদের সমন্বয়ে গোয়াইনঘাট উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউনিয়ন আওয়ামী লীগ’র যুগ্ম আহ্বায়ক মো: সুহেল আহমদ বলেন, অতিথের সকল রের্কড ভেঙে  চলমান সময়ে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ অনেক বেশী শক্তিশালী। যারা দলের মধ্যে থেকে ষড়যন্ত্র করছে তাদের হুশিয়ার দিয়ে তিনি বলেন, আওয়ামীলীগে কোন গ্রুপিং থাকবে না। সকল গ্রুপিংয়ের ঝট নিরসন করে আগামী জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার নৌকার বিজয় নিশ্চিত করতে সবাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন,  ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মো: মহি- উদ্দিন কালা, মো: জহিরুল ইসলাম, মাষ্টার মো: হেলাল উদ্দিন, মো: নাজিম উদ্দীন, মো: আব্দুল কুদ্দুস, মো: দেলওয়ার হোসেন দিলাল, গোলাম মস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সাংগঠনিক সম্পাদক মো: শাহীন আহমদ শাহিন), অবিভক্ত ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গোলাম করিম শামীম, তৈয়ব আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলীম আহমদ সজীব, ইউপি সদস্য মো: ফয়সল আহমদ, উপজেলা তাতীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক  আবুল হাসান নাহিদ, মো: আব্দুল্লাহ, শব্বির আহমদ, সেলিম আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *