জৈন্তাপুর প্রচ্ছদ

ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করছে আরিফ এন্ড আবির দধি ভান্ডার

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলাস্থ নিজপাট লামাপাড়ায় আরিফ এন্ড আবির দধি ভান্ডারে নাম মাত্র দূধ এবং পর্যাপ্ত ক্যামিক্যাল দিয়ে দধি তৈরি করে দির্ঘদিন থেকে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে। সেই সাথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চলমান রমজান মাসেও থেমে নেই এই প্রতারণা। দিন শেষে ইফতার কিংবা সেহরিতে ভেজাল দধি খেয়ে অনেকেই  পেটব্যথা কিংবা আমাশয়ের সম্মুখীন হচ্ছেন এ যেন দেখার কেউ নেই…!

সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন জৈন্তাপুর উপজেলা সদরের লামাপাড়া ব্রীজের নিচে একটি বাসায় অবৈধভাবে গড়ে উটা এই ফ্যাক্টরিতে প্রতিনিয়ত ভেজাল পণ্য তৈরি এবং ওজনে কম দিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে এ ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোহাম্মদ কুদ্দুস মিয়া।যানাযায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট লামাপাড়ায় আরিফ এন্ড আবির দধি ভান্ডারের প্রো-প্রাইটর মোহাম্মদ কুদ্দুস মিয়া দীর্ঘ দিন থেকে সমগ্র জৈন্তাপুর উপজেলায় এবং পাশ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার হাজার হাজার হাটবাজারে তার মনোনিত লোকজন দিয়ে মোটরসাইকেল যোগে এমন ব্যাবসা পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় (২৭এপ্রিল) সোমবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেলস্থ ইসমাইল ষ্টোর থেকে ক্রেতা মোঃ এনামুল হক শামিম এবং আলিম উদ্দিন দধি কিনতে গেলে প্রো-প্রাইটর মোহাম্মদ কুদ্দুস মিয়ার প্রতিনিধিদের সাথে ওজনে কম দেওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের বাকবিতন্ডা এলাকায় চাউর হলে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন এগিয়ে আসলে ওজনে কম দেওয়ার বিষয়টি পরিস্কার হয়। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী দধি বিক্রিয়কারীদের স্থানীয় ভাষায় বকাঝকা করে তাড়িয়ে দেয়।

ওজনে কম দেওয়ার বিষয়ে আরিফ এন্ড আবির দধি ভান্ডারে স্বত্বাধিকারী মোহাম্মদ কুদ্দুস মিয়ার সাথে আলাপ করলে তিনি প্রতিবেদককে বলেন, বাজারের বিভিন্ন পন্যের মতো আমরা এখন দধিও লিটারে বিক্রয় করে থাকি। আমাদের নিদির্ষ্ট পরিমানের কৌটা রয়েছে তাথে তরলা বস্থায় দধির পানি দিয়ে বসিয়ে রাখলেই চলে। তা ছাড়া চিনি, দুধ ও টকের দাম বেশি থাকায় একটু কম থাকতেই পারে।

এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রমজান আলী ডেইলি গোয়াইনঘাটকে জানান, আমার কাছেও এ বিষয়টি নিয়ে অনেক অভিযোগ এসছে, ইউএনও মহোদয়ের সাথে আলাপ করে তাদের ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আরিফ এন্ড আবির দধি কিনা থেকে ক্রেতারা সাবধান থাকার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভিন জানান, বিষয়টি আমিও শুনেছি খুব শীগ্রই এ বিষয়ের প্রয়োজনীয় পদক্ষেপ  নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *