গোয়াইনঘাট প্রচ্ছদ

ওসি আহাদের উদ্দ্যাগে থানায় চালু হলো পুলিশ হেল্প ডেস্ক সেবাগ্রহীতাদের হিড়িক

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক ::  জনসাধারণের সেবাকে আরোও তরান্বিত করতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আহাদের উদ্দ্যাগে থানায় চালু হলো পুলিশ হেল্প ডেস্ক। আর এমন সংবাদ গণমাধ্যমে চাউর হওয়ার পর থেকেই  সেবাগ্রহীতাদের হিড়িক পড়েছে ঐ হেল্প ডেস্কে।

তাৎক্ষণিক পুলিশ সেবা কার্যক্রম নামের এই নতুন হেল্প ডেস্ক সূচনার মাধ্যমে বাংলাদেশের মেহেরপুর জেলার সমান আয়তনের গোয়াইনঘাট থানা এলাকায় পুলিশি সেবার পরিধিকে আরও গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌছে দিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের এমন ব্যাতিক্রমী উদ্যোগে এই হেল্প ডেস্ক চালু হলো।এছাড়াও থানা  এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই ,মারামারি, সংঘর্ষ কিংবা যে কোন ধরণের আইন শৃঙ্খলা অবনতির ঘটনা কিংবা জনস্বার্থে ঘটনাস্থলে পুলিশের তাৎক্ষনিক উপস্থিতি এই হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমি পালন করবে।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ডেইলি গোয়াইনঘাটকে জানান,দেশের ভৌগলিক অবস্থান থেকে গোয়াইনঘাট থানা এলাকা বৃহৎ একটি থানা।এখানকার মানুষজনের পাশাপাশি পর্যটন এলাকা হওয়াতে প্রতিদিনই দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষের আগমন ঘটে। লোকবল কিংবা অবস্থান বিবেচনায় পুলিশের সেবার পরিধি বাড়ানোর প্রয়োজনে সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশে গোয়াইনঘাট থানায় তাৎক্ষণিক আরোও একটি পুলিশের সেবা কার্যক্রম নামের একটি নতুন হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

এটা চালু হওয়াতে গোয়াইনঘাট থানা এলাকায় পুলিশি সেবা কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে। সর্বোপুরি জনস্বার্থে টিম গোয়াইনঘাট থানা পুলিশ মুজিব বর্ষের উপহার স্বরুপ এ নতুন হেল্প ডেস্কের মাধ্যমে জনগণের পুলিশি সেবার পরিধিকে তরান্মিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরোও উন্নতি ঘটবে বলে আমি আশাবাদী। তিনি আরোও বলেন, গোয়াইনঘাট থানায় এমন একটি সুবিধার কথা গণমাধ্যমে চাউর হওয়ার পর থেকেই ভুক্তভোগী, অসহায়,নিপিড়ীত,নির্যাতিত,সুবিধা বঞ্চিত জনসাধারণের পুলিশী সেবা নিতে ইতিমধ্যেই এ হেল্প ডেস্কে হিড়িক পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *