গোয়াইনঘাট প্রচ্ছদ

গোয়াইনঘাট প্রেসক্লাব’র উদ্যোগে ওসি হিল্লোল রায়’কে সংবর্ধনা প্রদান

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায় পদায়ন পেয়ে সিলেটের বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হওয়ায় গোয়াইনঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার বেলা ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়কে এ সংবর্ধনা প্রদান করা হয়। গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন’র পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত ও বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ হিল্লোল রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ ও আব্দুল মালিক, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মো. আলী হোসেন, সিলেটের হালচাল পত্রিকার সহ-সস্পাদক মমিনুল ইসলাম স্বপন প্রমুখ।এসময় সংবর্ধিত অতিথি হিল্লোল রায় বলেন, গোয়াইনঘাট থানায় যতদিন কাজ করেছি, সব সময় মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছি। সততা ও নিষ্টার সাথে জনগণের সেবা দানে নিরলসভাবে কাজ করে গেছি। আমার এই পদোন্নতিতে গোয়াইনঘাট বাসীর জন্য গর্বের বিষয়। বিশেষ করে আমি দায়িত্বে থাকাকালীন গোয়াইনঘাটের সাংবাদিকরা থানা পুলিশকে তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছে। চলার পথে কখনোও যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই ক্ষমার চোখে দেখার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *