ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের দুর্যোগময় মূহুর্তে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশের কওমি মাদ্রাসায় সহায়তার অংশ হিসেবে। গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়নের ৩৬টি বেসরকারি কওমি মাদ্রাসায় ৪লক্ষ ২৫ হাজার টাকার বিশেষ বরাদ্দের চেক বিতরণ সম্পন্ন করা হয়েছে। অপর দিকে টিসিবির পন্য সামগ্রি বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালদের হাতে চেক বিতরণ কালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেছেন, দেশ রত্ন বঙ্গকন্যা শেখ হাসিনার অত্যান্ত বিচক্ষণতায় চলমান দূর্যোগ পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসায় সহায়তা করতে ভুলে যান নি। দেশের এ ক্লান্তি লগ্নে মাদ্রাসা শিক্ষার বিস্তারকে আরোও তরান্বিত করতে সহায়তা প্রদান করে মাদ্রাসা শিক্ষার্থীদের ভালোবাসায় আবারও শিক্ত হলেন। অপর দিকে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ভূয়সী প্রশংসা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, সূদুর ঢাকা থেকেও গোয়াইনঘাটের মাটি ও মানুষের ভালোবাসায় ইমরান আহমদ অনন্য হয়ে আছেন। যার কারণে গোয়াইনঘাটের কওমি মাদ্রাসা গুলোকে সহয়তার আওতায় নিয়ে এসছেন। অপরদিকে এসময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার প্রতি সবমসমই আন্তরিক রয়েছেন। সহায়তার এ দ্বারা বাহিকতা বজায় রাখতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের প্রতি অনুরোধ জানান। চেক বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সফল সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছে, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য সুবাস দাস, গোলাম কিবরিয়া রাসেল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক প্রমূখ।
উল্লেখ্য চেক বিতরণ শেষে অতিথিবৃন্দরা টিসিবির ডিলার ও ট্রাকের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার প্রধান বাজার সমূহে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ডাল, সয়াবিন, চিনি, ছোলা, খেজুর সুলভ মূল্যে বিক্রয়ের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সালুটিকর, তোয়াকুল, গোয়াইনঘাট, রাধানগর, জাফলং, মামার বাজার, বারহাল, হাদারপারসহ প্রধান বাজারগুলোতে ট্রাক যোগে টিসিবির পন্যবাহী গাড়ি নির্ধারিত বাজারে পন্য বিক্রির লক্ষ্য যাত্রা করে।।