ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নে কচুয়ারপার উচ্চবিদ্যালয় প্রতিষ্টার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুলের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আব্দুল হামিদের পরিচালনায় শুক্রবার বিকাল ৩ টায় কচুয়ারপার সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সাবেক সভাপতি এম,মুহিবুর রহমান,জুলুর মুখ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, সাবেক চেয়ারম্যান মামুন রশিদ শাহীন,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ সিরাজ উদ্দিন, মদরিছ আলী শিকদার,ইউপি সদস্য মোঃ রহিম উদ্দিন,সাবেক ইউপি সদস্য মতিউর রহমান, কচুয়ারপার গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃসিরাজুল ইসলাম, মনফর আলী,লারু মিয়া,আখলিস মিয়া, বিদ্যালয়ের জমিদাতা মোঃনেছার আহমদ, আলকাছ মিয়া, মখদ্দস আলী, মহিউদ্দিন মহি,একে,এম জিয়াউল হক,আব্দুল মুমিন, আরিফ মাহমুদ শাহীন প্রমুখ।
সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিরপার, দারিকান্দি, চৌধুরী কান্দি ও কচুয়ারপার গ্রামের উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত বিদ্যালয়টির নাম কচুয়ারপার উচ্চবিদ্যালয় নির্ধারণ করেন। বিদ্যালয় প্রতিষ্টায় এক একর জমি বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রেশন করতে ভূমি দাতাদের আগামী বুধবার গোয়াইনঘাট সাবরেজিস্টার অফিসে উপস্থিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়ে। বিদ্যালয় প্রতিষ্টায় প্রাথমিক পর্যায় থেকে এমপিও ভুক্তি পর্যন্ত সার্বিক সহায়তার আশ্বাস দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত করেন। পরবর্তীতে সালুটিকর গাংকিনারী সড়কের কচুয়ারপার – দারিরপার গ্রামের মধ্যেবর্তী স্থানে প্রস্তাবিত কচুয়ারপার উচ্চবিদ্যালয়ের নির্ধারিত স্থান পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরিদর্শন কালে কচুয়ারপার উচ্চবিদ্যালয়ের নির্ধারিত স্থান থেকে গাংকিনারী সড়ক পর্যন্ত বিদ্যালয়টির সংযোগ রাস্তা নির্ধারণ করেন। এ সময় ভূমি দাতা আলকাছ মিয়াসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কচুয়ারপার, দারিরপার, চৌধুরী কান্দিসহ সংশ্লিষ্ট গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।