গোয়াইনঘাট প্রচ্ছদ

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে গোয়াইনঘাট থানার দুই সাব-ইন্সপেক্টর

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: বাংলাদেশ পুলিশের চৌকস অফিসার গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান ও এসআই আব্দুল আহাদ covid-19’এ আক্রান্ত হয়ে সিলেট জেলা পুলিশ লাইন্স হাসপাতালের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চলতি মাসের ২৩ তারিখে করোনা পজেটিভ রিপোর্ট আসলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ও ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়ের নির্দেশে দুই পুলিশ কর্মকর্তাকে সিলেট পুলিশ লাইন্স হাসপাতালের অধীনে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।করোনা আক্রান্তের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ ডেইলি গোয়াইনঘাটকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ব যখন টালমাটাল ছিল ঠিক তখনই বাংলাদেশে এ রোগ প্রতিরোধে বাংলাদেশ পুলিশের এ বাহিনী জনগনের দূরগোড়ায় পৌঁছে সেবা প্রদানে পিছপা হয়নি। দেশে অন্যান্য বাহিনীর চেয়েও পুলিশ-জনগণ-তথা দেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতি পূর্বে এই মহামারী সংক্রমণে বাংলাদেশ পুলিশের অনেক মেধাবী অফিসার শহীদ হয়েছেন। দেশ ও জনগণের সেবা প্রদানের অংশ হিসেবে গত কয়েক দিন আগে গোয়াইনঘাট থানা পুলিশের এ দুই সদস্যর শরীরে জ্বর, সার্দি দেখা দেওয়ায়। মান্যবর সিলেটের সু্যোগ্য পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশে গত ২২আগষ্ঠ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতাল সিলেটে স্যাম্বুল পাঠানো হয়ে ছিল। পরে ২৩ আগষ্ঠ রাতেই তাদের দেওয়া নমুনায় পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসলে। তাৎক্ষণিকভাবে পুলিশের চৌকস এই দুই কর্মকর্তাকে চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ।

অপর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত দুই পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ও এসআই আব্দুল আহাদ’র সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানাযায়, করোনা উপসর্গ পাওয়ার পরপরই সরকার প্রদত্ত আমাদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। অপর দিকে গোয়াইনঘাট উপজেলাবাসী তথা থানার সকল অফিসার ফোর্সদের দোয়ায় আশা করি খুব শীগ্রই সুস্থ হয়ে পূনরায় দেশের মানব সেবায় শামিল হতে পারবো। এ জন্য সকলের নিকট দোয়ার দরখাস্ত রেখেছেন আইসোলেশনে থাকা থানার এই দুই অফিসারবৃন্দ।২৮ আগষ্ঠ শুক্রবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত দুই পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল মান্নান ও এসআই আব্দুল আহাদ আইসোলেশনে ভর্তি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *