ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: করোনাভাইরাস জয় করা চার পুলিশ সদস্যকে ফুলেল সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। আজ সোমবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল মো. নজরুল পিপিএম ও অফিসার ইনচার্জ আব্দুল আহাদ করোনা জয়ীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে তাদের মিষ্টি মুখ করানো হয়।
সংবর্ধনা কালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্তসহ থানার সকল পুলিশ সদস্যরা।
করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্যরা হলেন, এসআই মো. মাছুম আলম, পুলিশ সদস্য মীর মনির, কামাল হোসেন, ও রতন দোষাত।
সার্কেল মো. নজরুল পিপিএম বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যার।
তিনি আরও বলেন, আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে এসেছে। আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।