জৈন্তাপুর প্রচ্ছদ

করোনা প্রতিরোধে সিলেট গ্যাস ফিল্ডস এর বিশেষ উদ্যোগ

জৈষ্ঠ প্রতিবেদক:: করোনা ভাইরাস প্রতিরোধে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সচেতনতা ও সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কোম্পানির এই বিশেষ ব্যবস্থা কর্মকর্তা কর্মচারীদের মনে স্বস্তি এসেছে।

রোববার সিলেট গ্যাস ফিল্ডস এর প্রধান কার্যালয় ঘুরে দেখা যায় কোম্পানিতে দদর্শনার্থীর প্রবেশ সীমিত করা হয়েছে। কোম্পানির প্রবেশমুখে সকলের হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার,সাবান ও পানির ব্যবস্থা।অফিস চত্বর ও অফিসের বাহিরে সচেতনতামুলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোঃ নুরুল্লাহ জানান সিলেট গ্যাস ফিল্ডস এর আওতাধীন ছয় টি ফিল্ডে সকল অফিসে দর্শনার্থী সীমিত করা হয়েছে।সকলকে প্রবেশ মুখে হাত ধুয়ে প্রবেশ করা বাধ্যতামুলক করা হয়েছে। তিনি বলেন তাঁর অফিসে সকল ফাইল ই- নতিতে করা হচ্ছে। কোন হার্ড কপিতে স্বাক্ষর করা হচ্ছে না। জরুরী প্রয়োজন না হলে একজন আরেক জনের কামরায় যাচ্ছেন না। সিলেট গ্যাস ফিল্ডস এর জি, এম (প্রশাসন) মোঃ শওকত আল কাদরী জানান করোনা মুক্ত থাকতে সিলেট গ্যাস ফিল্ডস এর আবাসিক এলাকায় সকল বহিরাগত বা কারো আত্মীয় স্বজন এর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাচ্ছাদের প্রাইভেট টিউটর বা ধর্মীয় শিক্ষকদের কে আপাতত আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বাসা বাড়িতে বাহির থেকে কাজের লোক আসা নিষিদ্ধ করা হয়েছে। মসজিদে ইসলামি ফাউন্ডেশন এর নিয়ম অনুযায়ী নামাজ আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরোও বলেন এলাকায় গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে পাচ হাজার লিফলেট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হচ্ছে। কোম্পানির বিভিন্ন পর্যায়ের প্রায় পাচশত নব্বই জন কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সিলেট গ্যাস ফিল্ডস এর জি,এম ( এল,পি,এম,) প্রকৌশলী রওনাকুল ইসলাম বলেন কোম্পানির বিভিন্ন প্রজেক্টে কর্মরত শ্রমিক দের তাপমাত্রা মেপে প্রজেক্টের ভিতর ঢুকতে দেয়া হচ্ছে। কারো তাপমাত্রা অতিরিক্ত হলে তাকে প্রজেক্টে ঢুকতে দেয়া হচ্ছে না। বাহির থেকে আসা পরিবহন শ্রমিকদের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

কোম্পানির ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড পাবলিক রিলেশন্স)তারেক আহমদ বলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিরাপদ কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা স্থানীয় জনসাধারণ কে সচেতন করতে লিফলেট বিতরণ করছি। আমাদের গৃহীত ব্যবস্থায় কর্মকর্তা- কর্মচারীরা স্বস্তিতে কাজ করতে পারছেন।

করোন ভাইরাস প্রতিরোধে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর এই ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে গ্যাস ফিল্ডস এর ম্যনেজার ( প্লানিং ) হেলাল উদ্দিন বলেন আমরা অফিসে আসতে আতংকিত ছিলাম,এখন অনেকটা স্বস্তি পাচ্ছি। আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় যে ব্যবস্থা গ্রহণ করেছেন তাতে কর্মক্ষেত্রে আমরা অনেকটা স্বস্তিবোধ করছি। অপর কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন আমরা অফিসে নিরাপদবোধ করছি। সবাই একটু সচেতন থাকলে হয়তো আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *