কানাইঘাট

কানাইঘাটে বেগম রোকেয়া দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধি::         কানাইঘাট উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কানাইঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৯ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেল ২টায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী সংগঠন ও এনজিও কর্মীদের স্বতৎস্ফূর্ত উপস্থিতিতে মানববন্ধন পরবর্তী উপজেলা হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে ও অফিস সহকারী মোঃ কবির হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল।

অনুষ্ঠানে “জয়িতা অন্বেষণ বাংলাদেশ” এর আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে এ তিনটি ক্যাটাগরিতে মরিয়ম বেগম, আনোয়ারা বেগম ও রওশনআরা বেগম চৌধুরীকে সম্মাননা স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় নারী প্রতি সকল বৈষম্য দূর ও নারী সমাজকে কর্মমুখী পরিকল্পনার সাথে জড়িত করে তাদের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *