ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:- স্বাগতিক ও শিরোপাধারী ব্রাজিল ফাইনালে জায়গা পাকা করেছিল আগেই। কলম্বিয়াকে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে আর্জেন্টিনাও। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসর কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে।বুধবার সকালে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে অনন্যসাধারণ দক্ষতার ছাপ রেখে কলম্বিয়ার তিনটি পেনাল্টি রুখে দেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আসরের নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নামবে শিরোপা ধরে রাখতে। অন্যদিকে ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামবে ২৮বছরের শিরোপা খরা ঘোচাতে। আগামী (১১জুলাই) সকাল ৬টায় মারাকানা স্টেডিয়ামে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল ।
