ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: জীবনযুদ্ধে নানা চড়াই উৎরাই অতিক্রম করে সংসারের হাল ধরে সফলতার মুখ দেখতে পেয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জের তিন নারী। উপজেলা পর্যায়ে পেয়েছেন শ্রেষ্ঠ জয়ীতা পদক। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় তাদের সম্মাননা প্রদান করে। বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৩ সালের শ্রেষ্ঠ জয়ীতারা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনে বুড়দেও গ্রামের মোঃ শরিফুল ইসলামের স্ত্রী সামছুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতূন উদ্দ্যোগে জীবনে সাফল্য অর্জকারী উত্তর বুড়দেও গ্রামের মোঃ আব্দুল আজিজের মেয়ে লিপি আক্তার ও শিক্ষা চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনে শিবপুর গ্রামের রামধনঘোষের মেয়ে স্বপ্নাঘোষ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন করেছেন তিন জয়িতা। তাদের এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণ শেষে আমরা তাদের ২০২৩ সালের শ্রেষ্ঠ জয়িতা ঘোষণা করেছি। আমরা বিশ্বাস করি তাদের সংগ্রামী জীবন অন্য অনেক নারীর জন্য প্রেরণা হয়ে উঠবে। বিজ্ঞপ্তি।।