কোম্পানীগঞ্জ প্রচ্ছদ

কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী ইমরান আহমদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক :: কোম্পানীগঞ্জ উপজেলায়  ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট -৪আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে সিলেট জেলা পরিষদ কতৃক বাস্তবায়নাধীন একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় ভবন নির্মাণ কাজ নিয়ে তিনি জেলা পরিষদ প্রকৌশলীর সাথে আলোচনা করেন। ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরীর ও পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদীন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি নজরুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া।

কোম্পানিগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল কুমার কানু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুকন উদ্দীন, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ জামাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা জুয়েল আহমেদ, রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *