ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেনস রকারের প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশের অগ্রগতিতে মাইল ফলক হিসেবে দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন করেছেন মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল পর্যায়ের জনগণের ভাগ্য পরিবর্তন করার লক্ষ্য আওয়ামী লীগ সরকারের প্রয়াসে সকল নেতাকর্মীদের আরোও সক্রিয় হয়ে কাজ করতে হবে। সরকারের ধারাবাহিকতার ফলে দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং জনগণের ভাগ্যের আমুল পরির্বতন ঘটছে। এ লক্ষ্য নিয়ে খুব শীগ্রই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়তে পারবো।শনিবার ১১সেপ্টেম্বর) সকাল ৭টায় সিলেট সার্কিটহাউস থেকে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল সাড়ে ৮টায় আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সকাল সাড়ে ৯টায় আলীরগাঁও কলেজে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন মন্ত্রী ইমরান আহমদ ৷ পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাটের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকিন্ডের উদ্ভোধন ও গোয়াইন নদীতে মাছের পোনা অবমুক্ত শেষে দুপুর ১২ঘটিকার সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে দুপুর ১ঘটিকার সময় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় গোয়াইনঘাট রাধানগর রাস্তা পরিদর্শনসহ আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ২টি একাডেমিক ভবন উদ্ভোধন ও বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
দিনব্যাপী এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলিগের সভাপতি মোঃ ইব্রাহীম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আসলম, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্রপাল ছানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, সাবেক যুগ্ম সম্পাদক দেবব্রত ভট্বাচার্জ, সাংগঠনিক সম্পাদক এস কে কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম,বন ও পরিবেশ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কৃষি বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, সদস্য সুবাস দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন , আহমদ মোস্তাকীন, সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামীম, সুহেল আহমদ, কামাল হোসেন, মুজিবুর রহমান, সালেহ আহমদ, জিয়াউল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন, সোহান দে, নূরুল মোমিন জাহেদ, বেলাল আহমদ, প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মন্জুর আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সভাপতি মিনহাজ উদ্দিন, সদস্য আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক নাজিম উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান, পশ্চিমজাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমদ, সম্পাদক শাহিন আহমদ ৷ লেঙ্গুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রুস্তমপুর ইউনিয় আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান আশিখ, ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন৷ যুবলীগ নেতা সালেহ আহমদ, বিলাল উদ্দিন, ইজ্জত উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজান সিদ্দিক সাবুল, সহ সভাপতি সুফিয়ান, কলেজ ছাত্রলীগের সভাপতি দুলাল আহমদ প্রমূখ।
