খেলাধূলা গোয়াইনঘাট

খেলাধুলা মানুষের মন মানসিকতার আমুল পরিবর্তন ঘটায়…ওসি মোঃ আব্দুল আহাদ

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::  সুস্থ্য স্বাভাবিক থাকতে হলে খেলাধুলার গুরুত্ব অপরিহার্য।  একজন মানুষ দীর্ঘ দিন সুস্থ্য ভাবে এ ধরণীর বুকে বেঁচে থাকতে হলে নিয়মিত তাকে খেলাধুলা করতে হবে, খেলাধুলা মানুষের মন মানসিকতার আমুল পরিবর্তনের পাশাপাশি কাজে মনোনিবেশ করে। মুজিব বর্ষের অঙ্গিকার’ পুলিশ হবে জনতার” শীর্ষক ব্যানারে এমন মন্তব্য করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। তিনি শুক্রবার বিকেল ৪টায় গোয়াইনঘাট উপজেলার পুর্নানগর মাঠে গোয়াইনঘাট থানা পুলিশ বনাম গোয়াইনঘাট ওয়ারিয়ার্স’র মধ্যেকার প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধনকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত, এসআই মতিউর রহমান, এসআই আবুল হোসেন, এসআই আব্দুল আহাদ,  এএসআই হুমায়ুন, এএসআই আতাউল গনি, এএসআই সুফিয়ান, এসআই সমিরন দাস, এএসআই সত্যজিৎ তালুকদার, এএসআই তোফাজ্জল হোসেন, এএসআই সাঈদুর রহমান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *