খেলাধূলা গোয়াইনঘাট

খেলাধূলা মানুষের মেধা বিকাশের পাশাপাশি অপরাধ প্রবনতা থেকে এড়িয়ে রাখতে পারে ….মো. গোলাপ মিয়া

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সুস্থ স্বাভাবিক ভাবে এ ধরণীর বুকে বেচেঁ থাকতে হলে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। পাশাপাশি খেলাধূলা মানুষের মেধা বিকাশ এবং সকল প্রকার অপরাধ প্রবনতা থেকে এড়িয়ে রাখতে পারে বলে মন্তব্য করেছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সিলেট জেলা আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মো: গোলাপ মিয়া। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৪র্থ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্টানে গ্রাউন্ড কিংস ইলেভেন সালুটিকর বনাম মামার বাজার ক্রিকেটার্সের মধ্যকার ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেছেন তিনি।পুরুস্কার বিতরণ অনুষ্টানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মিছবাহ উদ্দিন’র পরিচালনায় এবং তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খালেদ আহমদ, এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ লোকমান আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাব উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুর রহমান, তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূরুল হক, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সচিব মো: আব্দুর রব, তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল মোমিন জাহেদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন, ফরিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সদস্য তাজ উদ্দিন, যুবলীগ নেতা তাহির আলী, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান, নন্দিরগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান, তোয়াকুল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খলিলুর রহমান, যুবলীগ নেতা নুরুল আলম, মহানগর ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন (দিলদার), ছাত্রলীগ নেতা মাসুক আহমদ, সাদিকুর রহমান প্রমুখ। নেতৃবৃন্দ। উল্লেখ্য খেলায় কিংস ইলেভেন সালুটিকর ৬উইকেটে মামার বাজার ক্রিকেটার্সকে পরাজিত করে ৪র্থ তোয়াকুল গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুকুট অর্জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *