ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: করোনার প্রাদুর্ভাবে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা উল্লেখজনক হারে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এরই সঙ্গে প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যাও। তবে টিকা নিতে রেজিস্ট্রেশন করে নিয়মানুযায়ী মোবাইলে মেসেজ পাওয়ার পর টিকাকেন্দ্রে যাওয়ার নির্দেশনা থাকলেও প্রতিদিনই অসংখ্য মানুষ মেসেজ ছাড়াই অযথা ভিড় করছেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাকেন্দ্র। উপচে পড়া এ ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের টিকাদানে দায়িত্বরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। এতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হলেও মানবিক দিক বিবেচনায় কাউকেই টিকা না দিয়ে ফেরত দিচ্ছেন না বলে দাবি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র কর্মকর্তাদের।বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়াইনঘাট হাসপাতালে টিকাদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দেখাযায়, ২য় তলায় টিকাগ্রহীতাদের অপেক্ষা আর টিকাদানের প্রতিটা বুথসহ মাঝখানের লবি, কোথাও একটুও দাঁড়ানোর জায়গা নেই। এছাড়া টিকা নিতে আগ্রহীদের লাইন হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয় তলার সিঁড়ি পর্যন্ত দির্ঘলাইন।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাক্তার রেহান উদ্দিন বলেন, গণটিকাদান কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া ইতিবাচক।টিকাদান যখন প্রথম শুরু হয়েছিলো তখন ২টি বুথ দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে টিকা সংকটে ১টি বুথ বন্ধ থাকলেও অপর একটি বোথ চালু ছিল। টিকাদান কর্মসূচি পূনরায় চালু হলে আমরা ৩টি বুথে টিকাদান অব্যাহত রেখেছি। তিনি আরও বলেন, টিকা রেজিষ্ট্রেশনের নির্দিষ্ঠ এসএমএস ছাড়া কোন টিকা প্রদান করা হচ্ছেনা। পাশাপাশি নির্দিষ্ঠ এসএমএস এবং মাস্ক ছাড়া কেউ অযথা হাসপাতালে প্রবেশ করে ঘনজমায়েত সৃষ্টি না করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
