ডেইলি গোয়াইনঘাট ডেস্ক::- দেশের চলমান ক্লান্তি লগ্নে গোয়াইনঘাটের গরিব অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। এসময় তিনি বলেন, ঝুঁকি পূর্ণ করোনাভাইরাস পরিস্থিতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বিশ্বপরিস্থিতি ও বাংলাদেশের সাময়িক পরিস্থিতিতে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে সচেতনতার কোন বিকল্প নেই।
বিশ্বব্যাপী সংক্রামক করোনা ভাইরাসের প্রাদূর্ভাবেরব কারণে চলতি মাসের ২৬তারিখ থেকে সকল শ্রেণি পেশার মানু্ষ গৃহে অবস্থান করছে। গৃহে অবস্থানরত মানুষকে এবং সরকারের বিভিন্ন উদ্যোগকে বাস্তবায়নের জন্য গোয়াইনঘাটের প্রতি ইউনিয়ন থেকে ১০০ জন করে ১০টি ইউনিয়ন থেকে সর্বমোট ১০০০ জন স্বেচ্ছাসসেবী ইতোমধ্যে নিয়োগ করা হয়েছে। নব-তালিকাভূক্ত স্বেচ্ছাসেবকদের মধ্যে ৩০ মার্চ (সোমবার) লেঙ্গুড়া, রুস্তমপুর, পশ্চিম জাফলং ও আলীর গাঁও ইউনিয়নে স্বেচ্ছা সেবীদের এডিপি (অপ্রত্যাাশিত) খাত থেকে মাস্ক ও গ্লাভস বিতরণ করা হয়।
এছাড়াও সিলেট জেলা প্রশাসকের ত্রাণ ও পুণর্বাসন শাখা কর্তৃক বরাদ্দকৃত জিআর (নগদ অর্থ) হতে গৃহে অবস্থানরত অত্যন্ত অসহায় ও দুস্থদের মধ্যে প্রত্যককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লি তৈল, লবন ও ১ টি করে সাবান প্রদান করা হয়। বিতরণ প্রক্রিয়ায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিক আহমদ, আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুল খায়ের ছাড়াও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকলকে ধৈর্যসহকারে সরকারের দেয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান ফারুক আহমদ।