আইন-বিচার প্রচ্ছদ

গোলাপগঞ্জে আলোচিত গাজা গ্রুপের আগ্নেয়াস্ত্রসহ চার সদস্য গ্রেফতার

হেলাল আহমদ চৌধুরী:: পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব রাশেদুল হক চৌধুরী গোলাপগঞ্জ সার্কেল, সিলেট এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট এর তত্ত্বাবধানে গত ৩০/১১/২০২০ইং তারিখে ১৫.৩০ ঘটিকার সময় এসআই/মামুনুর রশীদ এর নেতৃত্বে এসআই/ আশীষ চন্দ্র তালুকদার, এএসআই/ প্রনয় নাল ও ফোর্স সহ থানা এলাকায় বিভিন্ন স্থানে ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোলাপগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ডের স্বরসতী খামারগাঁও সাকিনস্থ শমসাই আলীর বাড়ীর পিছনে পরোয়ানাভূক্ত আসামী আবুল হোসেন (৪৪), পিতা-মৃত মুক্তই মিয়া, সাং-ভাদেশ্বর মাসুরা, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেটকে ওয়ারেন্ট মূলে আটক করা হয়। আসামীর দেহ তল্লাসী করিয়া তার হেফাজত হইতে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করার হয়। এই সংক্রান্তে এসআই/মোঃ মামুনুর রশীদ বাদী হইয়া উদ্ধারকৃত পাইপগান ও ধৃত আসামী আবুল হোসেন সহ এজাহার দাখিল করিলে গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-৩৮, তারিখ-৩০/১১/২০, The Arms Act 1878 of 19-A, ধারা রুজু করা হয়। মামলার তদন্তভার এসআই/আশীষ চন্দ্র তালুকদার এর উপর অপর্ণ করা হয়।এছাড়াও উক্ত আসামীর বিরুদ্ধে ১। গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-১০/১৫১, তারিখ- ০৬ সেপ্টে, ২০১৮; জি আর নং-১৫১/২০১৮, ধারা- ১৯-a ১৮৭৮ সালের অস্ত্র আইন, ২। ফেঞ্চুগঞ্জ থানার এফ আই আর নং-৫/৫৫, তারিখ- ১৮ আগষ্ট, ২০১৭; ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, ৩। গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-৮, তারিখ- ১৩ মে, ২০১৬; সময়- ১৭.৪৫ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ৪। গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-৩৯, তারিখ- ২৭ জুলাই, ২০১১; সময়- ধারা- ২২৪/৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৫। গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-১০, তারিখ- ০৮ জুলাই, ২০১১; সময়- ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড; ৬। গোলাপগঞ্জ থানার এফ আই আর নং-১৮, তারিখ- ২১ জুন, ২০০৯; সময়- ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলায় সে অভিযুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *