গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম, অপকর্ম ও দুর্নীতির অভিযোগ এনে কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ কলেজের অধ্যক্ষ ফজলুল হকের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে। রবিবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দিনব্যাপী কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে গোয়াইনঘাট-বঙ্গবীর সড়ক ব্যারিকেড দিলে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রী সাধারণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থানরত সেনা সদস্যবৃন্দ কলেজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অনুরোধ জানান। এরপর সাধারণ শিক্ষার্থীদের সাথে কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিল সেক্রেটারি মো. ফারুক আহমদসহ সকল শিক্ষকবৃন্দের ৩ঘন্টা ব্যাপী আলোচনা হয়। এতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে তারাও অধ্যক্ষ মোঃ ফজলুল হকের পদত্যাগের ব্যাপারে পূর্ণ সমর্থন জানান। দীর্ঘ আলোচনায় শিক্ষকবৃন্দ অধ্যক্ষের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন। এসময় আগামী ২৪ ঘন্টার মধ্যে অধ্যক্ষ ফজলুল হক নিজ থেকে পদত্যাগ না করলে কঠোর হুশিয়ারী দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীর কলেজের অফিস কক্ষসহ বিভিন্ন ক্লাসরুম তালাবদ্ধ করে রাখেন।