গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতিসংঘ ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের আর্থিক সহায়তায়। এফআইভিডিবি পরিচালিত Anticipatory Action প্রকল্পের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম , উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন Anticipatory Action প্রকল্পের ফোকাল পার্সন মো: দেলোয়ার হোসেন, মো: ফখরুল ইসলাম চৌধুরী বাবলু, প্রকল্প সমন্বয়কারী গৌতম দাস, মনিটরিং অফিসার ড.শেখ তাওহিদা রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মো: জালাল উদ্দিন, ফিল্ড ফ্যাসিলিটেটর সাজ্জাদ হোসেন, এফআইভিডিবি সুফল প্রকল্প সমন্বয়কারী ফারহানা আক্তার, ইউনিয়ন মবিলাইজার জাহাঙ্গীর আলম, সাবিকুন্নাহার, শামীম আহমদ প্রমুখ।উল্লেখ্য সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে Anticipatory Action প্রকল্পের পূর্বাভাস ভিত্তিক সাড়া দান কার্যক্রম, কার্যক্রম বাস্তবায়ন কৌশল, কার্যক্রমের লক্ষ্যমাত্রা, বন্যা সতর্কীকরণ তথ্য, স্থানীয় বিপদ সীমা নির্ধারণ ও স্থাপনসহ স্থানীয় নানান বিষয়ে উপস্থাপনা ও আলোচনা করা হয়। PowerPoint উপস্থাপনা ও সঞ্চালন করেন মনিটরিং অফিসার ড.শেখ তাওহিদা রহমান। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বন্যার ফোরকাস্টিং বিষয়ক সাম্প্রতিক তথ্য দেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, একটি সময়োপযোগী একটি প্রকল্পের মাধ্যমে গোয়াইনঘাটে আমুল পরিবর্তন করা সম্ভব। পাশাপাশি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে গোয়াইনঘাটের নানা সমস্যা নিরসনে আরোও বেশি তৎপর থাকতে হবে। তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগের পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক থাকার কারণে এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটির সুষ্ঠু বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকল স্টোক হোল্ডারদের সহযোগিতার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয়ের মাধ্যমে সকল কাজ পরিচালনা করতে তিনি এফআইভিডিবির সকল কর্মকর্তাদেরকে বিশেষভাবে অনুরোধ করেন।