প্রচ্ছদ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশন’র অবিহিতকরন সভা অনুষ্ঠিত

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এপির আওতাধীন সেইফ ওয়াটার প্রজেক্ট ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ইডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাট উপজেলা মিলায়তনে ওয়াটার প্রকল্প গোয়াইনঘাটের আয়োজনে অনুষ্ঠিত অবহিত করন সভায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ’র সভাপতিত্বে এবং প্রকল্পের কর্মকর্তা রবীন্দ্র যাকোব ত্রিপুরা’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মো: ইউনূস আলী।অবহিতকরণ সভায় এ-সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মধ্যে জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কপিল উদ্দিন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরামের সদস্য এবং স্বাস্থ্য প্রতিনিধি। উল্লেখ্য সভায় প্রকল্পের সমন্বয়ক তহিদুল ইসলাম প্রকল্পের কার্যক্রম ও তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *