গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে আন্তজেলা গরু চোর চক্রের সদস্য সালেহ আহমদ (২৫) গণপিটুনিতে নিহত হয়েছে।সে গোয়াইনঘাট থানার হাইডর (আমবাড়ী) গ্রামের আলা উদ্দিনের ছেলে। শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে আনুমানিক রাত দুইটা হতে আড়াইটার মধ্যে ডাকাত সন্দেহে লাবু, আলীরগ্রাম এবং দেওয়ার গ্রামের সাধারাণ লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুলের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য এসআই এনামুল হাসান সংঙ্গীয় ফোর্স এবং স্থানীয় লোকজন’র মাধ্যমে সরকারি এম্বুলেন্স যোগে সিওমেক হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক জানান, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য তাহার বিরুদ্ধে সিডিএমএসএ ৬টি মামলাসহ থানায় একটি চুরি মামলার ওয়ারেন্ট মুলতবি রয়েছে।তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ইন্জিন চালিত নৌকায় ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম জানান গণপিটুনিতে সালেহ আহদ নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে ৷
