গোয়াইনঘাট

গোয়াইনঘাটে দিশারী প্রকল্পের দুদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: লিড অর্গানাইজেশন পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত দিশারী প্রকল্প কর্তৃক আয়োজিত গোয়ানঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত “স্কুলের ঝুঁকি ও আপদ সমূহ চিহ্নিতকরণ এবং তা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও পাথফাইন্ডার অর্গানাইজেশন’র রেজিলিয়েন্স অফিসার মরিয়ম জাহান সোনালী, এফআইভিডিবি দিশারী প্রকল্পের মনিটরিং অফিসার শেখ তাওহিদা রহমান’র স্বার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী প্রশিক্ষণটি পরিচালনা করেন ইউনিয়ন মবিলাইজার সুমা রানী দাস।রবিবার ( ১৭ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার প্রথমে এফআইভিডিবি দিশারী প্রকল্পকে স্কুল নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণের আয়োজন করার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র পরিষদের শিক্ষার্থীদের স্কুল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়-দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন। স্কুলের প্রধান শিক্ষক বলেন স্কুলের নিরাপত্তা বিষয়ক যেই পরিকল্পনা প্রণীত হলো তা সময়মত বাস্তবায়নের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *