গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রূপায়িত নাগা মরিচের বাগান পরিদর্শন করেছে সরকারের কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন ।শনিবার (১৬ই মার্চ) দুপুরে উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল গ্রামে ৮ বিঘা জমিতে কৃষক আব্দুল মতিন’র রূপায়িত নাগামরিচের বাগান পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন। এসময় উপস্থিত ছিলেন উপ-সচিব জসিম উদ্দিন, তাসলিমা আহমেদ পলি । পরিদর্শন কালে তারা মরিচের বাগান ঘুরে দেখেন ও কৃষক আব্দুল মতিনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক মো. আনিসুজ্জামান। উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। উপ-সহকারি কৃষি কর্মকর্তা জয়নুর রশিদ, মন্তাজুর আলম, প্রতাপ চন্দ্র দত্ত প্রমূখ।