গোয়াইনঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

Spread the love

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীয় গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

সুত্রজানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক তিন ঘটিকার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে আটশত গ্রাম গাঁজাসহ উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বানিগ্রাম ২য় খন্ড গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মো: মানিক মিয়া (২৫) ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেঙ্গী গ্রামের  সুলতান আহমদের পুত্র সাইফুর রহমান(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোয়াইনঘাট থানার এসআই (নিঃ) ও মিডিয়া অফিসার জাহাঙ্গীর আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভুক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানার অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে দু’জনকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ মঙ্গলবার  আটকদ্বয়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *