আইন বিচার

গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে হামলা, মা ও স্ত্রী’সহ আহত ৫ জন

গোয়াইনঘাট প্রতিনিধি:: গোয়াইনঘাটে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রী ও মা’কে গুরুতর আহত করেছে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে গত ৮ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে  গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের  বার্কিপুর গ্রামের প্রবাসী মনির উদ্দিনের বাড়িতে। আহতরা হলেন প্রবাসীর মা সাইদা বেগম (৬০), স্ত্রী ফাতহা বেগম (৩০), ভাতিজা মাজহারুল ইসলাম (১৮), ভাবি সফিকুন নেছা (৪০)।এব্যাপারে প্রবাসী মনির উদ্দিনের স্ত্রী ফাতেহা বেগম বাদী হয়ে হামলাকারী রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন। থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাগেছে প্রবাসী মনির উদ্দিনের বাড়ির পৈতৃক ভুমি একি গ্রামের নূরউদ্দিনের পুত্র রিয়াজ, গিয়াস,বিলাল ও নাজিম জোরপূর্বক দখল করতে ইতিপূর্বে একাধিকবার হামলা চালিয়েছে। এতে গোয়াইনঘাট থানা ও আদালতের একাধিক মামলা বিচারাধীন রয়েছে।এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল  ইউপি সদস্য স্থানীয় মুরব্বিদের নিয়ে একাধিক সালিশ করে প্রবাসীর মালিকানা জমি বলে রায় দিয়েছেন কিন্তু হামলাকারীরা এসব না মেনে বারবার প্রবাসীর পরিবারের উপর হামলা করে আসছে। প্রবাসীর পুকুর পাড়ে জোরপূর্বক টয়লেট ও রান্নাঘর তৈরী করেছে। এতে প্রবাসীর স্ত্রী ও পরিবারের লোক জন বাঁধা দিলে রিয়াজ ও তার ভাইয়েরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রবাসীর পরিবারের লোকজনের উপর। এসময় আহতদের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এসে এদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করেন। জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত অব্যাহত আছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *