ডেইলি গোয়াইনঘাট ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাটে ঈদুল আযহাকালীন সময়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক প্রশাসক শেখ রাসেল হাসান।রবিবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় জাফলং-ডাউকি পিয়াইন নদীর পানির পরিস্থিতি এবং জাফলং পর্যটন স্পট এলাকা ঘুরে দেখেন। ঈদুল আযহা কালীন সময়ে জাফলং পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটিকে কঠোর নির্দেশনা দেন তিনি। এছাড়াও পর্যটকদের পিয়াইন নদীতে নৌকা ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা আরোপ করতে বলেছেন। জাফলং পর্যটন স্পটের বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর নলজুরী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, শাহ আলম স্বপন, সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি মো: রফিকুল ইসলাম পিপিএম, ট্যুরিস্ট পুলিশ এর ওসি রতন শেখ পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শীর্ষেন্দু পুরকায়স্থ, পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।